প্লে অফে এক পা রংপুরের, অন্য দলগুলোর অবস্থান কোথায়?

২ সপ্তাহ আগে
সদ্য গ্লোবাল সুপার লিগ জিতে আসা রংপুরের জয়রথ যেন থামছেই না। বিপিএলের একাদশ আসরে টানা আট ম্যাচে জিতেছে তারা। শুধু তাই নয়, আসরে এখন পর্যন্ত নুরুল হাসান সোহানের দলকে হারাতে পারেনি কেউই।

রংপুর উড়তে থাকলেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির অবস্থা বেশ খারাপ। বিশেষ করে বলতে গেলে ঢাকা ক্যাপিটালসের অবস্থা সবচেয়ে বাজে। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে কেবল একটিতে জিততে পেরেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। সিলেটের অবস্থাও বেশ শোচনীয়। ৭ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে আরিফুল ইসলামের দল। খুলনা টাইগার্স সিলেটের চেয়ে একটি ম্যাচ কম খেলে দুটিতে জিতেছে। 

 

৬ ম্যাচে ৪ জয় ও ২ হার নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে ফরচুন বরিশাল। সমান ম্যাচে সমান জয়-পরাজয় নিয়ে টেবিলের তিনে চিটাগাং।

 

বিপিএলের পয়েন্ট টেবিল:

 

দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান
রংপুর রাইডার্স ১৬ ১.৫৪৪
ফরচুন বরিশাল ১.০৬৭
চিটাগাং কিংস ০.৯৮০
দুর্বার রাজশাহী -১.৩২৯
খুলনা টাইগার্স -০.২৬৭
সিলেট স্ট্রাইকার্স -১.৫৩৭
ঢাকা ক্যাপিটাল -০.৩৪৪

আরও পড়ুন: সর্বোচ্চ উইকেটশিকারি তাসকিন উইকেটপ্রতি ১১ রানও খরচ করছেন না

]]>
সম্পূর্ণ পড়ুন