দক্ষিণ আফ্রিকাকে ১৩৯ রানে বেধে ফেলার পর বাবর আজমের ফিফটিতে এক ওভার হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। এতে প্রথম ম্যাচ হারের পরও দারুণ প্রত্যাবর্তনে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।
দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় টি-টোয়েন্টিতেও পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেন মূলত বোলাররা। আগের ম্যাচে ১১০ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা তৃতীয় ম্যাচে রানের খাতা খোলার আগেই দুই উইকেট হারায়। ইনিংসের প্রথম ওভারেই শাহিন আফ্রিদি তুলে নেন ডি কক এবং ড্রে প্রিটোরিয়াসকে।
এরপর দলের হাল ধরেন হেনড্রিক্স ও ব্রেভিস। তবে বড় জুটি গড়তে পারেননি তারা। ২১ রান করে ব্রেভিস আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩৪ রান আসে রেজা হেনড্রিক্সের ব্যাট থেকে। এছাড়াও, করবিন বোশ ৩০ এবং ডোনোভান ফেরেইরা করেন ২৯ রান। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। দুইটি করে উইকেট নেন আশরাফ ও তারিক।
আরও পড়ুন: টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক এখন বাবর আজম
জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তানও। তবে পথ হারায়নি তারা। দলীয় ৪৪ রানে শাহিবজাদা ফারহান আউট হওয়ার পর বাবর আজম-সালমান আলি আগার ৭৬ রানের জুটিতে সহজ জয়ের দিকে ছুটে স্বাগতিকরা। রান তাড়ায় ৩৯ থেকে ওটনিয়েল বার্টমানকে তিনটি চার মেরে ফিফটি পূর্ণ করেন বাবর আজম।
আগের ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সফলতম ব্যাটসম্যান হয়ে যাওয়া বাবর এবার গড়লেন আরেকটি রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলে ভেঙে ফেলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের এটি ৪০তম অর্ধশতক ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এতদিন বাবরের সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।

২ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·