টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংসে ২০৭ বলে ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেন এইডেন মার্করাম। এছাড়াও, বল হাতে নিয়েছিলেন ২ উইকেটও। আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্টে ব্যাটারদের মধ্যে ৭ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন মার্করাম। বোলারদের র্যাঙ্কিংয়ে ৪৪ ধাপ উন্নতি করে ৬৫ নম্বরে রয়েছেন তিনি।
আরেক প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড বেডিংহ্যাম এগিয়েছেন ১৭ ধাপ। যৌথভাবে ক্যামেরন গ্রিনের সঙ্গে রয়েছেন ৪০তম স্থানে। অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার বিউ ওয়েবস্টার ব্যাট হাতে ঝলক দেখিয়ে ১৩ ধাপ উন্নতি করে উঠেছেন ৭০ নম্বরে। তবে ফাইনালে দুই ইনিংসেই ব্যর্থ অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড সেরা ১০-এর বাইরে চলে গেছেন। ৪ ধাপ পিছিয়ে ১২ নম্বরে আছেন হেড।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের সূচি নিয়ে আপত্তি ডি ভিলিয়ার্সের
বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনজিডি। ৭ ধাপ এগিয়ে শ্রীলঙ্কার লাহিরু কুমারা এবং পাকিস্তানের নাসিম শাহের সঙ্গে যৌথভাবে ৩৭ নম্বরে আছেন তিনি। ফাইনালে ৯ উইকেট তোলা কাগিসো রাবাদা ধরে রেখেছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আছেন ভারতের জাসপ্রীত বুমরাহ।
এদিকে ১ ধাপ এগিয়ে দশম স্থানে আছেন অজি পেসার মিচেল স্টার্ক। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দুইয়ে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। আর ৩ ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছেন স্টার্ক।