কক্সবাজারে আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে ১১৬ রানে থামিয়ে দিয়ে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারী ইমার্জিং দল। প্রোটিয়াদের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার ফায়ে টুনিক্লিফ। বাকিদের মধ্যে সিমোন লরেন্স ৩২, লুয়ান্ডা জুজা ২২ ও ডেলমি টাকার ১১ রান করেন। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম ২টি, নিশিতা আক্তার, সাবিকুন নাহার ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট পান।
ছোট লক্ষ্য পেয়েও বড় বিপদে পড়েছিলো স্বাগতিক দল। প্রথম চার ব্যাটার দুই অঙ্কই ছুঁতে পারেননি; দিলারা আক্তার ৯ ও রুবাইয়া হায়দার ৮ রান করলেও মিষ্টি শাহা ও শারমিন সুলতানা রানের খাতাই খুলতে পারেননি। আফিয়া আশিমা কোনোমতে ২০ বলে ১২ রান করেন।
আরও পড়ুন: বৃথা গেলো আকবরের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি, শেষ ম্যাচটি এখন ‘ফাইনাল’
এরপর বিধ্বংসী ইনিংস খেলেন স্বর্ণা আক্তার। সাত নম্বরে নেমে ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি, ইনিংস সাজান ৫ চার ও ১ ছয়ের মারে। তাকে ২৫ রান করে সঙ্গ দেন ফারজানা ইয়াসমিন। প্রোটিয়াদের হয়ে ম্যারি মার্ক্স ও লেয়াহ জোনস ২টি করে উইকেট নেন।
সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬ ও ১৮ মে।