প্রেমের সম্পর্ক জানাজানির পর ‘অন্যত্র বিয়ের’ সিদ্ধান্ত পরিবারের, অভিমানে প্রাণ দিলো খাদিজা!

১ দিন আগে
রাঙামাটির কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে খাদিজা আক্তার (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাকির হোসেন স-মিল নামক স্থানের মুরগির টিলা এলাকার একটি বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

ঘটনাটি নিশ্চিত করেছেন কাপ্তাই ইউপি প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি জানান, খাদিজা ফার্নিচার মিস্ত্রি মো. রুবেলের মেয়ে। সে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

 

আরও পড়ুন: 'ব্যর্থ জীবনের যন্ত্রণায়' চিরকুট লিখে নিজের প্রাণ দিলেন বিক্রয় প্রতিনিধি!

 

খাদিজার বাবা মো. রুবেল জানান, ‘খাদিজার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর অন্য জায়গায় তার বিয়ে দেয়ার চিন্তা করছিলাম। কিন্তু খাদিজা এতে রাজি ছিল না। হয়ত এ কারণেই সে আত্মহত্যা করেছে। ঘটনার সময় বাসায় কেউ ছিল না, কীভাবে ঘটনাটি ঘটেছে তা জানি না।’

 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, ‘মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

 

একটু নজর দিন

 

আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে।

 

আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না।

 

এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966।

 

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।

]]>
সম্পূর্ণ পড়ুন