প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, দুধ দিয়ে গোসল করে ‘শুদ্ধ’ হলেন স্বামী

১ দিন আগে
১২ বছর সংসারের পর ৩ সন্তান রেখে স্ত্রী চলে গেছে অন্যের হাত ধরে। পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল এই দম্পতির। বিয়ের পর সুখেই সংসারও করেছেন তারা। হঠাৎ সংসারে কাল বৈশাখী ঝড় আসে। কিন্তু শাহজাহান টের পায়নি। টের যখন পেয়েছে তখন আর কিছুই বাকি ছিল না।

শাহজাহানের সেই ভালোবাসার মানুষটি পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। ঘটনার পর প্রবাস থেকে ফিরে দুই সপ্তাহ স্ত্রীর অপেক্ষায় ছিলেন, কিন্তু ফিরে আসেননি স্ত্রী। অবশেষে স্ত্রীকে মন থেকে মুছে ফেলতে এবং নিজেকে শুদ্ধ করতে আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন শাহজাহান।


বুধবার দুপুরে (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহজাহানের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে স্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। শাহজাহান সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন:  ২৫ বছরের সংসারের ইতি টেনে দুধ দিয়ে গোসল করলেন লিটন

স্থানীয়রা জানান, শাহজাহান গত ১৫ বছর ধরে বাহরাইন প্রবাসী। ১২ বছর আগে বিবাহের পর ৩ সন্তান নিয়ে তাদের বেশ সুখের সংসার ছিল। কিন্তু হঠাৎ শাহজাহানের স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।


এলাকাবাসী জানান, স্ত্রী চলে যাওয়ার খবরে দেশে ফিরে শাহজাহান সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্থানীয়দের সাথে নিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করে।


শাহজাহান বলেন, ‘আমি আমার স্ত্রীর কোনো কিছুর অভাব রাখিনি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে পরকীয়া প্রেম করেছে। এছাড়াও সে চলে যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণসহ ১৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।’

আরও পড়ুন: নিঃস্ব হয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন