বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া এলাকার নিজ বাড়ির বাথরুমের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে তার পরিবারের সদস্যদের মারধরের শিকার হন রিয়াদ।
স্থানীয়রা জানান, সকালে রিয়াদকে তাদের বাথরুমে ভেতর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় রিয়াদের কাছ থেকে একটি চিরকুট পাওয়া যায়।
আরও পড়ুন: গাইবান্ধায় গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় পুলিশের মামলা, আসামি ৩৫০
চিরকুটে লেখা আছে, আমি জানি আমার কথার মূল্য কেউ দিবে না। আমার সাথে যারা যারা নির্যাতন করেছে কেউ তার বিচার না করলেও ওপরে একজন আছে উনি সব দেখেছে, আল্লাহই ঠিকি বিচার করবে সবার। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ঠ।
পরের অংশে লিখা আছে কিছু নাম, নামগুলো হলো- সিয়া আক্তার শিলা, সেলিম মিয়া, মওলা মিয়া, শাকওয়াত মেম্বার ও ফারুক পেস্কার।
বাকি অংশে লিখা, আল্লাহ সবার বিচার করিও, আমায় এত বেশি মেরেছে, হাতে কলমটাও ঠিক করে ধরতে পারছি না। কানে কিছু শুনতেও পারছি না, শুধু শ শ শব্দই হচ্ছে কানে, আর মাথায় শুধু একটা কথাই ঘুরছে, সকাল হলেই আমার এই মুখ কেমনে দেখাবো। সব কিছু ভেবেই এই রাস্তা বেছে নিলাম।
আম্মু-আব্বু, চাচা- ভাইয়া সবাই আমায় মাফ করে দিও। সিয়া ও ওর পরিবার আমায় যে কষ্ট দিছে সেগুলো মাথায় নিয়ে আমি চাইলেও বাছতে পারতাম না, তোমরা ওর বিচার করিও।
আরও পড়ুন: গাইবান্ধায় জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনায় যুবক আটক
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই যুবককে আত্মহত্যা প্ররোচনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে তাদের আইনের আওতায় আনা হবে।
]]>
১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·