চলতি মাসে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফরে করবে ব্রাজিল। আগামী ১০ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এর তিন দিন পর জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এদিকে ব্রাজিলের ঘোষিত স্কোয়াডে ফিরেছেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। শেষবারের ব্রাজিলের দলে ডাক পাননি এই দুই উইঙ্গার। তবে ইনজুরির কারণে ব্রাজিলের প্রথম পছন্দের গোলকিপার অ্যালিসনের দলে জায়গা হয়নি। এছাড়াও, চোটের জন্য নেই বার্সেলোনার তারকা রাফিনহাও। আর নতুন করে ইনজুরিতে পড়ায় দলে এবার জায়গা হয়নি নেইমারের।
আরও পড়ুন: ভেঙে ফেলা হবে ইতালির ঐতিহাসিক সান সিরো স্টেডিয়াম
প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল
গোলরক্ষক: বেনটো, এদেরসন, হুগো সোসা
ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগোর জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র।