মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি নিন্দা জানান।
পোস্টে নাইম হাসান লিখেছেন, আপনাদের সবার মাধ্যমে আমি দুই পত্রিকার রিপোর্টারদের প্রশ্ন রাখতে চাই, তারা কি সরাসরি আমার থেকে কিংবা আমার ফেসবুক ওয়ালে এমন কোনো ঘোষণা দিতে শুনেছেন! যদি না হয় তাহলে এই মিথ্যা সংবাদ প্রচার কেন?
দেখুন, দুপুর থেকেই নির্বাচনে কারচুপি আর আচরণবিধি ভঙ্গের অভিযোগ করে আসছি। প্রশাসন যে এই বিষয়ে নির্বাক তাও বলেছি। নির্বাচন নিয়ে বিদ্যমান পরিস্থিতিতে আমরা প্যানেলগতভাবে কিংবা ব্যক্তিগতভাবেও নির্বাচন বর্জনের ঘোষণা দেইনি। আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান স্পষ্ট করবো। কিন্তু তার আগে এভাবে আমাকে টার্গেট করে ভুল সংবাদ প্রচার করে কোন পক্ষ পরিস্থিতি উসকে দিতে চাচ্ছে?
আরও পড়ুন: টিএসসি কেন্দ্রে প্রবেশে বাধা পেয়ে ‘শিবির ভোট চোর’ স্লোগান আবিদুলের
ওই পোস্টে সংবাদের সত্যতা নেই বলে দাবি করেছেন তিনি নিজেই।
এরআগে, বিভিন্ন গণমাধ্যমে স্বতন্ত্র ভিপিপ্রার্থী তাহমিনা আক্তার এবং নাইম হাসান হৃদয় ভোট বর্জন করেছেন বলে সংবাদ প্রচার হয়। ওই সংবাদ প্রকাশের জেরে ফেসবুকে পোস্ট করেন নাইম।
]]>