শিক্ষকদের সঙ্গে স্থানীয়দের ভালো সম্পর্ক রাখার পাশাপাশি বিদ্যালয়ের অনিয়মগুলো প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের জানানোর আহ্বান জানান তিনি।
উপদেষ্টা বলনে,‘ বিদ্যালয়ে ঠিকমতো সন্তানরা আসছে কিনা বাড়িতে পড়ছে কিনা সেটা দেখার দায়িত্ব অভিভাবকদের। বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকরা যৌথভাবে চেষ্টা করলে প্রাথমিক শিক্ষার মানের উন্নতি ঘটবে। প্রাথমিকের শিক্ষার মানের উন্নতি ঘটা মানে দেশের শিক্ষার মানের উন্নতি ঘটা। প্রাথমিকের শিক্ষার মানের উন্নতি না হলে সুদক্ষ জনবল ও সুনাগরিক গড়ে তোলা সম্ভব হবে না।’
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমানোর পরিকল্পনা সরকারের
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলের প্রত্যান্ত খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সারা দেশের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীদের পুষ্টি মান উন্নয়নে এ কর্মসূচি চলবে।
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীদের পুষ্টি মান উন্নয়নে এই কার্যক্রম চলবে ২০২৭ সাল পর্যন্ত। দেশের নির্বাচিত ১৫০ টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থী সপ্তাহের পাঁচ স্কুল দিবসে পাবে পুষ্টিকর ফর্টিফাইড খাবার।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·