প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত জানাল অধিদফতর

২ দিন আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়টি টপ অব দ্য ক্রান্টি। তবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান।

সোমবার (১২ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

 

সামছুল আহসান বলেন, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই ফল প্রকাশের কাজ চলছে।

 

তিনি আরও দাবি করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় অভিযোগ উঠলেও এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

 

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

 

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগ স্থগিত চেয়ে আইনি নোটিশ

 

জানা গেছে, প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিসহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন একদল নিয়োগপ্রত্যাশী। নিয়োগপ্রত্যাশীদের এ দাবি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

]]>
সম্পূর্ণ পড়ুন