প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশি হামলা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিন্দা

২ সপ্তাহ আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা ও তাদের ন্যায্য দাবির সঙ্গে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন সংহতি জানিয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের মর্যাদা ও অন্যান্য যৌক্তিক দাবিদাওয়া নিয়ে জাতীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিআর শেল ও রাবার বুলেটের হামলায় ১ জন শিক্ষক নিহত ও ৭০ জন শিক্ষক আহত হয়েছেন। তাদের মধ্যে ১০-১২ জনের অবস্থা আশঙ্কাজনক। সমাবেশ থেকে প্রায় ২০ জন শিক্ষককে বিনা দোষে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।


এতে আরও বলা হয়েছে, শিক্ষকদের নায্য দাবির প্রতি পূর্ণ সংহতি ও তাদের ওপর রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এই ন্যক্কারজনক হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে।


আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের ছত্রভঙ্গের ব্যাখ্যা দিলো ডিএমপি


বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে বুনিয়াদি শিক্ষার ভীত মজবুত না হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে কখনোই বৈশ্বিক স্তরে উন্নত করা যাবে না। প্রাথমিক শিক্ষকদের জীবনমানের উন্নয়ন ও তাদের আধুনিক প্রশিক্ষণের আওতায় না এনে কখনোই দেশে উন্নত শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন সম্ভব নয়। সেক্ষেত্রে শিক্ষকদের নায্য দাবি মেনে নিয়ে তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন শিক্ষকদের এই নায্য আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশের পাশাপাশি তারা চাইলে সম্ভব সবরকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন