কলেজ ও উচ্চশিক্ষা পর্যায়ে ছুটি বেশি
সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা ও টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলো সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে এগুলোতে পাঠ বন্ধ থাকবে টানা ১৬ দিন। উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো আগামী ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকছে।
মাধ্যমিক স্তরে ১৪ দিনের ছুটি
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর আগে সাপ্তাহিক ছুটি থাকায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট ১৪ দিন পাঠদান বন্ধ থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক এস এম মোসলেম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৭ অক্টোবর পর্যন্তই ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে ৯ অক্টোবর পর্যন্ত যে ছুটির কথা বলা হয়েছে, তা কলেজ পর্যায়ের জন্য প্রযোজ্য। এরপর ৮ অক্টোবর থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।
আরও পড়ুন: টাইফয়েড টিকা /শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা মাউশির
প্রাথমিক ও মাদ্রাসার চিত্র
* প্রাথমিক বিদ্যালয়ে ছুটি তুলনামূলক কম–মোট ৯ দিন। সাপ্তাহিক ছুটি ধরলে এই সময়সীমা দাঁড়ায় ১১ দিন।
* মাদ্রাসাগুলোতে ছুটি নির্ধারণ করা হয়েছে ৬ দিন।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্নতা
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির ক্যালেন্ডার কিছুটা ভিন্ন:
* কারিগরি স্কুল ও মাদ্রাসাগুলোতে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া ৫ দিন ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি ধরে ৭ দিন।
* এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং ডিপ্লোমা পর্যায়ের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো ১ থেকে ৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি ছাড়া ৪ দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যোগ হলে মোট ৬ দিন ছুটি কাটাতে পারবে শিক্ষার্থীরা।
* ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা ১, ২, ৪ ও ৬ অক্টোবর ছুটি পাচ্ছেন। ৩ অক্টোবর শুক্রবার হওয়ায় তাদের জন্য ছুটি কার্যত একদিন বেশি হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দীর্ঘ এই বিরতির পর শিক্ষার্থীরা আবারো পাঠ্যক্রমে ফিরবে।