কথা ছিলো আফগানিস্তানের বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে বদলেছে প্রতিপক্ষ। চিরচেনা নেপালের বিপক্ষে খেলেই ভারত ম্যাচের প্রস্তুতি সারবে লাল-সবুজরা। দুই ম্যাচের জন্য ১৩ দিন আগে ক্যাম্প শুরু বাংলাদেশ ফুটবল দলের। তবে এর পেছনে আরও একটি উদ্দেশ্য আছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির।
ঘরোয়া লিগে বিরতি চলাকালীন জাতীয় দলের ফুটবলাররা হরহামেশাই চুক্তি ভিত্তিতে খেলে থাকেন বিভিন্ন টুর্নামেন্ট। তাতেই বাড়ে ইনজুরি শঙ্কা। এবার সেই সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা।
প্রাথমিক স্কোয়াড ঘোষণা না করলেও আপাতত ১৪ ফুটবলার নিয়ে শুরু ক্যাম্প। ফিরেছেন হংকং ম্যাচে চূড়ান্ত স্কোয়াডে না থাকা আল-আমিন, ইব্রাহিম ও সুমন রেজা। সদ্য যমজ সন্তানের বাবা হওয়া কোচ হ্যাভিয়ের কাবরেরা যোগ দিবেন আরও কিছু দিন পর। লিগের খেলা না থাকায় বসুন্ধরা কিংসের ফুটবলার পাওয়া নিয়ে নেই কোনো জটিলতা। এএফসি চ্যালেঞ্জ লিগ মিশন শেষে তারাও যোগ দেবেন ক্যাম্পে।
আরও পড়ুন: বাংলাদেশে সফর বাতিল আফগানিস্তান-মিয়ানমারের, নতুন প্রতিপক্ষ নেপাল
প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ পরিবর্তন হলেও ভারত ম্যাচের জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া। ভারত ম্যাচের জন্য মুখিয়ে আছেন ফুটবলাররা।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘এইটা একটা বড় ম্যাচ, আমি মনে করি। কারণ, এটার প্রতিপক্ষ তো ভারত আর এই বাংলাদেশ–ভারত লড়াইয়ের একটা ভালো ইতিহাস আছে। তাই আমরা ভারতের সাথে জিততে চাই।’
ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাই শুরু করেছিল বাংলাদেশ। গত মার্চে শিলংয়ের সেই ম্যাচ দিয়ে লাল–সুবজের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ভালো কিছু পাওয়ার আশায় হামজার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। লেস্টার সিটির এই তারকার মতো এ ম্যাচে খেলার কথা রয়েছে কানাডা প্রবাসী শোমিত সোমেরও। এ দুজন পরে ক্যাম্পে যোগ দিবেন বলে জানান জামাল।
জামাল বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) তো প্রথম দিন। তো পুরো স্কোয়াড যোগ দেয়নি ক্যাম্পে। আশা করি, তিন–চার দিন পর পুরো দল থাকবে আর হামজা, শোমিত একটু দেরিতে যোগ দিবে। আশা করি, একটা ভালো ক্যাম্প হবে।’

৩ সপ্তাহ আগে
৯







Bengali (BD) ·
English (US) ·