প্রাণিসম্পদ খাতে ‘অবদান রাখায়’ পদক পেল ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

২ সপ্তাহ আগে
প্রাণিসম্পদ খাতে ‘অবদান রাখায়’ পদক পেয়েছে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান। ৫ ক্যাটাগরিতে ১৫টি পদক ও অর্থ পুরস্কার দেয়া হয় বিজয়ীদের।

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ অনুষ্ঠানে এই পদক দেয়া হয়।


'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি' প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ শুরু হয়েছে। ২রা ডিসেম্বর পর্যন্ত এ প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদযাপিত হবে।


আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদফতরে ডাক প্লেগের ভ্যাকসিন সিড হস্তান্তর করল বাকৃবি


চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।


সভাপতিত্ব করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়াও, অনুষ্ঠানের শুরুতেই ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানান প্রধান উপদেষ্টা। 


এ সময়, এ খাতের গুরুত্ব সবার সামনে তুলে ধরে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন