প্রাকৃতিক বিপর্যয়ে লিচুর ফলনে ভাটা, দুশ্চিন্তায় জামালপুরের চাষিরা

১০ ঘন্টা আগে
প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা জামালপুরের লিচু চাষিরা। এবার শিলাবৃষ্টিতে প্রথমে লিচুর ফুল ও মুকুল নষ্ট হয়েছে। এরপর তীব্র তাপপ্রবাহের কারণে ফলনও কম হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি বছর লিচুর ফলন কিছুটা কম হলেও আকারে বড় হয়েছে।

জামালপুরের ৭ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি লিচুর চাষ হয় সদর উপজেলায়। চায়না থ্রি, এলাচি, বোম্বাই এবং মুজাফরী জাতের লিচুর চাষ হয় এই এলাকায়।

 

গত কয়েক বছর ধরে লিচু চাষে লাভবান হওয়ায় আগ্রহ বেড়েছে জামালপুরের চাষিদের। কিন্তু চলতি বছর ঝড়বৃষ্টিতে ফুল ও মুকুল নষ্ট হয়েছে, এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।

 

আরও পড়ুন: বাহারি মধুফলে ভরপুর বাজার, দাম কেমন?

 

এ ছাড়াও তাপপ্রবাহের কারণে ফলন কম হয়েছে। দাম কম থাকায় খরচের টাকা ওঠানো নিয়ে শঙ্কায় চাষিরা। তারা বলেন, তীব্র খরায় প্রথমেই লিচুর ফলনে ধাক্কা লেগেছিল। মুকুল ব্যাপক হারে ঝরে পড়ে গেছে এবার। পাশাপাশি ফেটে নষ্ট হয়ে যাচ্ছে লিচু। এতে দামও মিলছে না তেমন।

 

লিচুর ফলন কিছুটা কম হলেও আকারে বড় হয়েছে জানিয়ে কৃষি কর্মকর্তা। জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, লোকসান পুষিয়ে নিতে চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে।

 

উল্লেখ্য, জেলায় ১৫০ হেক্টর জমিতে লিচুর বাগান আছে। এর মধ্যে সদর উপজেলায় ১৪ হেক্টর।

]]>
সম্পূর্ণ পড়ুন