জাপানে সময়টা বেশ ভালোই কেটেছে ব্লগরানার। ধারাবাহিকতা বজায় আছে দক্ষিণ কোরিয়াতেও। নতুন মৌসুমে শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতেই এই সফরে বার্সা। এবার লা লিগা চ্যাম্পিয়নদের সামনে প্রতিপক্ষ দেগু এফসি। প্রি সিজন ট্যুরে বার্সেলোনার লক্ষ্য একটাই। গেল মৌসুমের ধারাবাহিকতা ধরে রেখে লিগ শুরু করা। এর আগে যদিও হুয়ান গাম্পার ট্রফি মিশন কাতালানদের সামনে। সেই ট্রফিটা জিতে সিজন শুরু করতে মুখিয়ে বার্সা। আর সে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে বেশ মনযোগী হ্যান্সি ফ্লিকের দল। কেননা, এই ম্যাচগুলোর মাধ্যমেই হুয়ান গাম্পার ট্রফির প্রস্তুতি সেরে নিতে চায় বার্সেলোনা।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদ নিজেদের চিকিৎসা বিভাগ ঢেলে সাজাচ্ছে
এশিয়া ট্যুরের আগে সফর নিয়ে জটিলতা তৈরি হলেও তা কাটিয়ে উঠে কাতালানরা। চীনে ভিসেল কোবের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ গোলের জয় পায় বার্সা। এরপর দক্ষিণ কোরিয়াতে সিউলের বিপক্ষে ধারাবাহিকতা বজায় রেখে ৭-৩ গোলের বিশাল ব্যবধানে জেতে ফ্লিক বাহিনী। এবার দেগুর বিপক্ষেও জয় ভিন্ন কিছুই ভাবছে না দলটা।

এদিকে, ইপিএলে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে প্রাক-মৌসুম ম্যাচগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে লিভারপুলও। এশিয়া সফর শেষে দলটা ফিরে গেছে যুক্তরাজ্যে। সেখানে এবার প্রীতি ম্যাচে বিলবাওকে আতথ্য দেবে অল রেডসরা। এশিয়া সফরে চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে লিভারপুল। এবার ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে জিততে মরিয়া আর্নে স্লট বাহিনী।
আরও পড়ুন: মাত্র ২৯ বছরেই অবসরের পথে ইংল্যান্ডের এক সময়ের বিস্ময়বালক
দলবদলের বাজারে মোটা অঙ্ক খরচ করে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে লিভারপুল। ইতোমধ্যেই হুগো একিতিকের অভিষেক সম্পন্ন হয়েছে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এই ম্যাচটা আরও এক কারণে গুরুত্বপূর্ণ। কেননা, কমিউনিটি শিল্ডের আগে নিজেদের যাচাই করতে এই একটি ম্যাচই পাচ্ছে লিভারপুল।