রোববার (২১ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে ব্যস্ত ওই সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহন ভেঙে পড়া খুঁটির নীচ দিয়ে চলাচল করছে।
স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা আরসিসি খুঁটিতে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে বোনের বাড়ি যাচ্ছিলেন, ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল করিমের
স্থানীয় বাসিন্দা খোকন সর্দার বলেন, ‘দুর্ভাগ্যবশত প্রাণহানি হয়নি। তবে চালক সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গাড়ির গতি প্রচণ্ড ছিল, তাই খুঁটিতে আঘাত তীব্র হয়েছিল।’
চাঁদপুরে মতলব পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘দুর্ঘটনার কারণে ৫ নাম্বার ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ভেঙে পড়া খুঁটি দ্রুত অপসারণের কাজ চলছে। আশা করছি, দুপুরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা যাবে।’
]]>