শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব মাওলানা আবদুল হালিম। বৈঠকে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির সদস্য মাওলানা এএফএম আবদুস সাত্তারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়।
উদ্বোধনী বক্তব্যে মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে হলে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।’
বৈঠকে নির্বাচন পরিচালনার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একাধিক সাব-কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন এবং কমিটির কার্যক্রম জোরদারে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত
বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াত নেতারা অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এখনও নিশ্চিত হয়নি। তাদের মতে, এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশবাসী এখনও ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই এবং নিয়মিত হত্যাকাণ্ড ঘটলেও অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য দেখা যাচ্ছে না।
জামায়াত নেতারা দাবি করেন, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসনের একতরফা আচরণ স্পষ্ট হয়ে উঠেছে, যা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য কোনোভাবেই কাম্য নয়। তারা বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·