মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক প্রশাসক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি ব্যাংকে একাধিক সদস্যের প্রশাসক টিম থাকবে। মার্জার প্রক্রিয়ায় এটি একটি বড় পদক্ষেপ।
আরও পড়ুন: ব্যাংক একীভূত হলেও গ্রাহকের আমানতে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
বর্তমান পরিচালনা পর্ষদ ও এমডিরা থাকবেন জানিয়ে তিনি আরও বলেন,ব্যাংকের বোর্ড না ভাঙলেও তাদের কোনো ক্ষমতা থাকবে না। ধীরে ধীরে নিস্ক্রিয় হবেন।
ব্যাংকগুলো একীভূত হতে ন্যূনতম ২ বছর সময় লাগবে উল্লেখ করে মুখপাত্র জানান, সভায় আমানতকারীদের স্বার্থরক্ষার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। একীভূত প্রক্রিয়ার শুরু থেকেই প্রতিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক প্রশাসক টিম থাকবে। মার্জারের সমাপ্তি ঘটলে অটোমেটিক ব্যাংকের বোর্ডের বিলুপ্তি ঘটবে।
এর আগে গত ২ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন ৫ ব্যাংকের শুনানি শেষে একীভূত হওয়ার পক্ষে নিজেদের মত দেয় ফার্স্ট সিকিউরিটি , গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক পর্ষদ। তবে বিরোধীতা করে সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। একীভূত হওয়ার প্রক্রিয়ায় গত ৭ সেপ্টেম্বর ৩৫ হাজার কোটি টাকার ২০ হাজার ২০০ কোটি টাকা মূলধন বরাদ্দ দেয় সরকার।