শনিবার (২১ জুন) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি। তারা বলেননি যে কতগুলো বি-২ বোমারু বিমান সরানো হচ্ছে।
পেন্টাগনকে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও জবাব দেয়নি।
এটি ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি, নাকি তেহরানের ওপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল—তা স্পষ্ট নয়।
আরও পড়ুন: ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য ‘ভুল’: ট্রাম্প
এই বিমানগুলো এমন বিশাল বোমা বহনে সক্ষম, যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে।
বি-২ বোমারু বিমানগুলো ৩০,০০০ পাউন্ড ওজনের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা বহনে সক্ষম। যা ইরানের ভূগর্ভস্থ ফরদো পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।