প্রভু দেশ ভারতেই হাসিনার মৃত্যু হবে: হারুন

৩ সপ্তাহ আগে
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আর বাংলাদেশে কখনো ফিরতে পারবে না, ভারতেই তার মৃত্যু হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সদর উপজেলার মিরের খৈলান এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


হারুনুর রশীদ বলেন, শেখ হাসিনা পালিয়েছে, সাথে তার মন্ত্রী-এমপিরাও পালিয়ে গেছে। শেখ হাসিনা আর বাংলাদেশে ফেরত আসতে পারবে না। কারণ সে যে সমস্ত অপরাধ ও গণহত্যা চালিয়েছে, এসব নিয়ে তার যে বিচার চলছে, আমি নিশ্চিত তার মৃত্যুদণ্ড সাজা হবে। কারণ এতগুলো গণহত্যার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া অন্য কিছু হতে পারে না। বাংলাদেশের প্রবেশ করলেই তার মৃত্যুদণ্ড নিশ্চিত হবে। সুতরাং জীবদ্দশায় শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবে না। প্রভু দেশ ভারতেই তার মৃত্যু হবে।


তিনি বলেন, শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর বাংলাদেশে অপশাসন অন্যায় জুলুম নির্যাতন গণহত্যা চালিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আসমান ও জমিনের মধ্যে শুধুমাত্র কর্তৃত্ব চলবে আল্লাহর। কেউ কর্তৃত্ব সৃষ্টি করতে চাইলে তাকে ধ্বংস করে দেয়া হবে। শেখ হাসিনা বাংলাদেশে তার কর্তৃত্ব সৃষ্টি করতে চেয়েছিল। তা করতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে যে দূঃশাসন কায়েম করেছিল,  যে সমস্ত গম খুন হত্যা করেছে, তার কারণেই তার পতন হয়েছে। ফেরাউনের মতো শাসকদের এমনই নজির স্থাপন করেন মহান সৃষ্টিকর্তা।


আরও পড়ুন: শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর


তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সর্বশেষ হেলিকপ্টারের উপর থেকে পুলিশ র‍্যাব দিয়ে গুলি চালিয়েছে। কিন্তু অভূতপূর্ব গণজাগরণ ও গণজোয়ারের কারনে শেখ হাসিনা টিকতে পারেনি৷ সর্বশেষ সশস্ত্র বাহিনীকেও নির্দেশ দিয়েছিল নিরীহ মানুষের উপর গুলি চালানোর জন্য। যে গণজোয়ার তৈরি হয়েছিল, তা দেখে সেনাবাহিনীর সদস্যরা আর গুলি চালানোর দুঃসাহস করেনি। আর কোনো পথ ছিল না শেখ হাসিনার বাঁচার। যার ফলে প্রভু রাষ্ট্র ভারতে গিয়ে সর্বশেষ আশ্রয় নিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন