অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কমেছে অর্থপাচার। হুন্ডির দৌরাত্ম্যও নেই আগের মতো। ফলে বৈধ পথে বেড়েছে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ। এতে অর্থবছর শেষ হওয়ার আগেই আড়াই হাজার কোটি ডলারের রেমিট্যান্সের মাইলফলক স্পর্শ করেছে।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৮ ভাগ বেশি। রেমিট্যান্সের এমন ইতিবাচক প্রবাহে সন্তুষ্ট কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, অর্থবছর শেষ হতে আরও ৭-৮ সপ্তাহ বাকি রয়েছে, এরই মধ্যে প্রবাসী আয় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: ২০২৪-২০২৫ অর্থবছর / সর্বকালের রেকর্ড ভাঙল প্রবাসী আয়ে
প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সব ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আরিফ হোসেন খান বলেন, গত ৫ আগস্টের পর স্থবির হয়ে পড়েছিল দেশের ব্যবসা-বাণিজ্য। এ সময়ে অর্থনীতি সচল রাখার অন্যতম মাধ্যম ছিল রেমিট্যান্স। এটি বাড়ানোর জন্য জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক ধারণা করছে, চলতি অর্থবছর শেষে রেমিট্যান্স আয় ৩ হাজার কোটি ডলারের কাছাকাছি যেতে পারে।
]]>