মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের দেশে এসেছে ৩ হাজার ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
রেমিট্যান্স প্রসঙ্গে আরিফ হোসেন সময় সংবাদকে বলেন, আগে প্রবাসীদের কষ্টার্জিত অর্থের অনেক অপচয় করেছে রাষ্ট্র। কথিত আছে বিদেশেও পাচার হয়েছে। এতে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ হারিয়েছিলেন।
আরও পড়ুন: প্রবাসী আয়ে রেকর্ড, গত অর্থবছরে এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার
তবে ৫ আগস্টের পর পরিস্থিতি পালটে গেছে জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা এখন দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তারা দেখেছেন কিভাবে তরুণরা দেশের জন্য নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন। এতে দেশের জন্য কিছু করতে তারাও বৈধ পথে রেমিট্যান্স বেশি পাঠাচ্ছেন।
তিনি আরও বলেন, পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং ছিল। যাতে দেশের অর্থ বিদেশে পাচার না হয়। প্রবাসীরা যাতে আরও নিরাপদভাবে দ্রুততম সময়ের মধ্যে দেশে তাদের কষ্টার্জিত অর্থ পাঠাতে পারেন, সে লক্ষ্যে কাজ চলছে। এতে তাদের আগ্রহ আরও বাড়বে।
এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার।