প্রবাসী আয়ে রেকর্ড, গত অর্থবছরে এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার

৩ দিন আগে
গত অর্থবছরে দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের দেশে এসেছে ৩ হাজার ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর ২০২৩-২৪ অর্থবছরজুড়ে এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ২২ লাখ বা ২৩.৯১ বিলিয়ন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৬ দশমিক ৮০ শতাংশ।

 

আরও পড়ুন: আরও পড়ুন: জুনের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৭০ কোটি ডলার

 

এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার বা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। 

 

অর্থবছর
মাস ২০২৪-২৫ ২০২৩-২৪ ২০২২-২৩ ২০২১-২২ ২০২০-২১ ২০১৯-২০
জুলাই ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার ১৫৯ কোটি ৭৬ লাখ ৯০ হাজার
আগস্ট ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ২০৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ১৮১ কোটি ১ লাখ ১৯৬ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ১৪৪ কোটি ৪৭ লাখ ৫০ হাজার
সেপ্টেম্বর ২৪০ কোটি ৪১ লাখ ১০ হাজার ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ১৫৩ কোটি ৯৬ লাখ ১৭২ কোটি ৬৭ লাখ ১০ হাজার ২১৫ কোটি ১০ লাখ ৫০ হাজার ১৪৭ কোটি ৬৯ লাখ ১০ হাজার
অক্টোবর ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ১৫২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ১৬৪ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ২১০ কোটি ২১ লাখ ৬০ হাজার ১৬৪ কোটি ১৬ লাখ ৭০ হাজার
নভেম্বর ২১৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ১৯৩ কোটি ৪০ হাজার ১৫৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার ১৫৫ কোটি ৩৭ লাখ ২০৭ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৫৫ কোটি ৫২ লাখ ৩০ হাজার
ডিসেম্বর ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ১৬৯ কোটি  ৯৭ লাখ ১৬৩ কোটি ৬ লাখ ৬০ হাজার ২০৫ কোটি ৬ লাখ ৫০ হাজার ১৬৯ কোটি ১৬ লাখ ৮০ হাজার
জানুয়ারি ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ১৭০ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ১৯৬ কোটি ১৯ লাখ ১০ হাজার ১৬৩ কোটি ৮৪ লাখ ৩০ হাজার
ফেব্রুয়ারি ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার ১৪৯ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ১৭৮ কোটি ৫ লাখ ৯০ হাজার ১৪৫ কোটি ২২ লাখ
মার্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ১৮৫ কোটি ৯৭ লাখ ৩০ হাজার ১৯১ কোটি ৯ লাখ ৮০ হাজার ১২৭ কোটি ৬২ লাখ ৬০ হাজার
এপ্রিল ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ২০১ কোটি ৮ লাখ ১০ হাজার ২০৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার
মে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ১৬৯ কোটি ১৬ লাখ ৬০ হাজার ১৮৮ কোটি ৫৩ লাখ ৪০ হাজার ২১৭ কোটি ১০ লাখ ৩০ হাজার ১৫০ কোটি ৪৬ লাখ
জুন ২৮১ কোটি ৮০ লাখ ২৫৩ কোটি ৮৬ লাখ ২১৯ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৮৩ কোটি ৭২ লাখ ৭০ হাজার ১৯৪ কোটি ৮ লাখ ১০ হাজার ১৮৩ কোটি ২৬ লাখ ৩০ হাজার
মোট ৩ হাজার ৩২ কোটি ৫০ লাখ ২ হাজার ৩৯১ কোটি ২২ লাখ ২০ হাজার ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ৩০ হাজার ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার  ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ১০ হাজার

 

এছাড়া ২০২২-২৩ অর্থবছরে দেশে এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ৩০ হাজার বা ২১ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। ২০২১-২২ অর্থবছরে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার বা ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। আর ২০১৯-২০ অর্থবছরে এসেছিল ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ১০ হাজার বা ১৮ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

 

এদিকে গত জুন মাসে দেশে এসেছে ২৮১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
 

 

আরও পড়ুন: প্রবাসী আয়ে সুবাতাস, ৩ হাজার কোটি ডলারের হাতছানি

 

গত মে মাসে দেশে এসেছে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। গত এপ্রিলে এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার।
 

 

এছাড়া গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। 

 

আর গত ফেব্রুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ডলার। গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

]]>
সম্পূর্ণ পড়ুন