মঙ্গলবার (২৬ আগস্ট) ‘প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ ও নাগরিক ভাবনা’ শীর্ষক একটি আলোচনা অনুষ্ঠানে এই জরিপের তথ্য তুলে ধরে সংস্থাটি।
সুজন জানায়, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে ৯০ ভাগ মানুষ। আর ৮৭ শতাংশ মানুষ সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন চায়।
আলোচনা অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তবে এর মাশুল তাদেরই দিতে হবে। শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলো দানবে পরিণত হবে।’
আরও পড়ুন: নির্বাচনবিরোধীরা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বার বার আলোচনার টেবিলে আনলেও তা প্রত্যাখ্যাত হয়েছে।’
]]>