প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে বিক্ষোভ

৯ ঘন্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমদ্দারের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১৯ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ ও রূপসদী উত্তর বাজারে শিক্ষার্থী-এলাকাবাসীর ব্যানারে হয় এই কর্মসূচি। এসময় বিক্ষুব্ধ জনতার স্লোগানে মুখরিত হয় এলাকা।

 

রূপসদী উত্তর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভকারীরা। এসময় প্রশাসনের কাছে প্রধান শিক্ষকের আর্থিক অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। দ্রুত সুষ্ঠু তদন্ত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়।

 

বিক্ষোভকারীরা জানান, বিদ্যালয়টিতে দীর্ঘ সময় ধরে চলছে অনিয়ম। কোটি টাকা লোপাট করে নিজেদের আখের গুছিয়েছেন প্রধান শিক্ষকসহ স্থানীয় একটি মহল। এমন সীমাহীন অনিয়ম দেখার যেন কেউ নেই। এই সুযোগে বছরের পর বছর ধরে বিদ্যালয়ের ফান্ডের টাকা লুটপাট হচ্ছে। তদন্তের মাধ্যমে এর হিসেব বের করা জরুরি।

 

আরও পড়ুন: বিয়ে না করেই ছাত্রীর সঙ্গে সংসার, প্রধান শিক্ষক গ্রেফতার

 

সাকিব হাসান নামে একজন বলেন, প্রধান শিক্ষক ২০২০ সাল থেকে জুলাই ২০২৫ পর্যন্ত কোটি টাকা লুট করেছেন বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ রয়েছে। আমরা এ বিষয়ে কথা বলতে মিটিং ডেকেছি, কিন্তু প্রধান শিক্ষক তাতে সাড়া দেননি। আমরা কোটি টাকা লোপাটের অভিযোগের যথাযথ তদন্ত চাই। প্রশাসনের কাছে আমাদের চাওয়া যেন দ্রুত আর্থিক অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়।  

 

আবু নাইম নামে আরেকজন বলেন, এই বিদ্যালয় আমাদের শেকড়। এখানে কোনো অনিয়ম আমরা হতে দেবো না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের কোটি টাকা লোপাটের তদন্ত ও প্রমাণিত হলে দ্রুত ওনাকে স্থায়ী বহিষ্কার করা হোক, এটাই আমাদের চাওয়া।

 

তবে আর্থিক অনিয়মের কথা অস্বীকার করেছেন নূর মোহাম্মদ জমদ্দার। তিনি বলেন, ‘আমার কাছে যথাযথ হিসাব রয়েছে, কোনো অনিয়ম আমার দ্বারা হয়নি। আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।’  

 

সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমেও নিজেকে নির্দোষ দাবি করেন নূর মোহাম্মদ জমদ্দার।

 

আরও পড়ুন: স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষকের দুই পা ভেঙে দিল দুর্বৃত্তরা

 

উল্লেখ্য, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমদ্দারের বিরুদ্ধে এক কোটি ত্রিশ লাখ টাকা অনিয়মের অভিযোগ আনেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল হক পলাশ। এ নিয়ে শোকজ করা হয় প্রধান শিক্ষককে। যথাযথ উত্তর দিতে না পারায় সাময়িক বহিষ্কার করা হয়। আর্থিক অনিয়ম ও বহিষ্কারের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।

]]>
সম্পূর্ণ পড়ুন