সোমবার (৩০ জুন) রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।
পোস্টে তিনি লেখেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন।
আরও পড়ুন: ইরানে হামলার পর ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হলো?
প্রেস সচিব আরও লেখেন, প্রায় ১৫ মিনিট স্থায়ী এই আলোচনা ছিল অত্যন্ত আন্তরিক, সৌহার্দপূর্ণ ও গঠনমূলক। যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ বহন করে।
ফোনালাপে উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর ও বহুমাত্রিক হবে বলে আশা প্রকাশ করেন। তবে কী আলাপ হয়েছে, তা বিস্তারিত জানাননি প্রেস সচিব।
এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তবে কী নিয়ে তাদের মধ্যে কথা হয়েছিল, সে বিষয়ে কিছু জানা যায়নি।
]]>