প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে আন্দোলনরত প্রবাসীদের ক্ষোভ

২ সপ্তাহ আগে
প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ফিরে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত প্রবাসীরা।

চব্বিশের জুলাই আন্দোলনে সংহতি জানাতে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার কারণে দেশটির কারাগারে আটক বন্দিদের দ্রুত মুক্ত করে আনাসহ চার দফা দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রবাস ফেরত বাংলাদেশিদের একটি দল।

 

রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

 

আন্দোলনের একপর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান আন্দোলনকারীদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

 

আরও পড়ুন: নতুন কর্মসূচি দিলো সচিবালয় কর্মচারী ফোরাম

 

যেখান থেকে বেরিয়ে তারা বলেন, আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত যোদ্ধাদের 'জুলাই প্রবাসী যোদ্ধা'র স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি রাষ্ট্রীয় তালিকায় তাদের অন্তর্ভুক্ত করে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

 

তবে যমুনায় যাওয়ার পর সেখান থেকে কেউ তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন