প্রধান উপদেষ্টার বক্তব্যে যে প্রতিক্রিয়া জানাল জামায়াতসহ ৮ দল

৪ দিন আগে
জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন হলে রাষ্ট্র সংস্কারে জটিলতা তৈরি হবে বলে মনে করে জামায়াতসহ আট রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের জরুরি বৈঠক শেষে এমন প্রতিক্রিয়া জানানো হয়।

 

বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টার ভাষণের পর জাতি স্বস্তি পাবে। কিন্তু ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা মনে করি প্রধান উপদেষ্টার ভাষণ সুখকর ভবিষ্যৎ দেবে না।

 

এ সময় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাও পরিপূর্ণভাবে সফল হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

 

আরও পড়ুন: গণভোটের জন্য ৪ বিষয়ে প্রশ্ন জনগণের ওপর জবরদস্তিমূলক: সালাহউদ্দিন

 

তাহের বলেন, ঐক্যমত্য কমিশনের দীর্ঘ ৯ মাসের প্রচেষ্টা পরিপূর্ণ সফলতা লাভ করেনি। কারণ গণভোটে আগেই নির্ধারণ হওয়া দরকার কোন কোন সংস্কার জনগণ চায়।

 

একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে রাষ্ট্র সংস্কারে জটিলতা তৈরি হবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন