ফোরামের কার্যকরী সভাপতি মো. আব্দুল খালেক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, গত ২৯ অক্টোবর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি’ বাতিল করায় প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
প্রশাসনের শীর্ষ পর্যায়ের কতিপয় উপদেষ্টা ও কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে ‘রুলস অব বিজনেস’ এর ব্যত্যয় ঘটিয়ে সরকারকে বিভ্রান্ত করে সম্পূর্ণ বেআইনিভাবে উক্ত কমিটি গঠন করে প্রশাসনে নৈরাজ্য সৃষ্টি করে। এ কমিটির মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারীরা সচিবসহ বিভিন্ন উচ্চতর পদে পদোন্নতি প্রদান করে প্রশাসনের ভারসাম্য নষ্ট করেছে।
আরও পড়ুন: জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
এছাড়াও বিশেষ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে জনপ্রশাসনে আওয়ামী দোসর কর্মকর্তাদের সুরক্ষা প্রদান, জেলা প্রশাসকসহ উচ্চতর পদে পদোন্নতি ও পদায়ন করে জনমনে গোটা প্রশাসন সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে।
আরও পড়ুন: ঐকমত্য কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে উন্মুক্ত করুন: প্রধান উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের জোর দাবি শুধুমাত্র কমিটি বাতিল নয় বরং জনপ্রশাসনকে অকার্যকর ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিগত ১ বছর যে সব উপদেষ্টা ও কর্মকর্তা জড়িত তাদের এবং যে সব কর্মকর্তার বিষয়ে দুর্নীতির অভিযোগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ওইসব বিষয়ে হাইকোর্ট ডিভিশনের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত পূর্বক দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’
]]>

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·