প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বৈষম্যবিরোধী কর্মচারী ফোরাম

৩ সপ্তাহ আগে
জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি’ বাতিল করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।

ফোরামের কার্যকরী সভাপতি মো. আব্দুল খালেক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, গত ২৯ অক্টোবর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি’ বাতিল করায় প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

 

প্রশাসনের শীর্ষ পর্যায়ের কতিপয় উপদেষ্টা ও কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে ‘রুলস অব বিজনেস’ এর ব্যত্যয় ঘটিয়ে সরকারকে বিভ্রান্ত করে সম্পূর্ণ বেআইনিভাবে উক্ত কমিটি গঠন করে প্রশাসনে নৈরাজ্য সৃষ্টি করে। এ কমিটির মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক দলের অনুসারীরা সচিবসহ বিভিন্ন উচ্চতর পদে পদোন্নতি প্রদান করে প্রশাসনের ভারসাম্য নষ্ট করেছে।

 

আরও পড়ুন: জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

 

এছাড়াও বিশেষ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে জনপ্রশাসনে আওয়ামী দোসর কর্মকর্তাদের সুরক্ষা প্রদান, জেলা প্রশাসকসহ উচ্চতর পদে পদোন্নতি ও পদায়ন করে জনমনে গোটা প্রশাসন সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে।

 

আরও পড়ুন: ঐকমত্য কমিশনের প্রতিবেদন সহজবোধ্য করে উন্মুক্ত করুন: প্রধান উপদেষ্টা

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের জোর দাবি শুধুমাত্র কমিটি বাতিল নয় বরং জনপ্রশাসনকে অকার্যকর ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিগত ১ বছর যে সব উপদেষ্টা ও কর্মকর্তা জড়িত তাদের এবং যে সব কর্মকর্তার বিষয়ে দুর্নীতির অভিযোগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ওইসব বিষয়ে হাইকোর্ট ডিভিশনের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত পূর্বক দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন