প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেভাবেই নির্বাচন হবে: মুশফিকুর রহমান

১ দিন আগে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে স্টেশন চত্তরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ কালে এসব কথা বলেন।

 

তিনি বলেন, নির্বাচনের দিন গণভোট হলে ক্ষতি কি?  জনগণ যা চায়, তাই হবে। মানুষ নির্বাচন চায়। নির্বাচনের কোনো বিকল্প নেই।

 

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ নাশকতা করছে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, পৃথিবীর কোন দেশ আছে যে, রাজনৈতিক বিভেদ থাকে না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্পের বিরুদ্ধেও তো প্রতিবাদ হচ্ছে। তাহলে তার ফলাফল কোথায় হবে, ফলাফল হবে নির্বাচনে। জনগণের রায়ই চূড়ান্ত। জনগণ যা বলবে তাই হবে।

 

আরও পড়ুন: বিয়ে না করেই ব্রাহ্মণবাড়িয়া ছাড়তে হলো চীনা যুবককে, তবুও ছাড়েননি হাল

 

পরে ষ্টেশন চত্বরে অপেক্ষমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতায় মুশফিকুর রহমান বলেন, ‘আগামী নির্বাচন অত্যন্ত জটিল। যারা নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলছে, তারা জানে তাদের পেছনে জনগণ নাই। সেজন্য তারা উল্টাপাল্টা কথা বলে জনগণের মাঝে সংশয় সৃষ্টি করতে চায়।’

 

তিনি আরও বলেন, বিএনপি ১৭ বছর জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে। আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ। যে যত কথাই বলুক সকল দল নির্বাচনে অংশ নিবে। তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে সড়ক পথে তার অপর নির্বাচনী এলাকা কসবা উপজেলায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আখাউড়া ত্যাগ করেন।

 

এর আগে মুশফিকুর রহমান আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে ষ্টেশনে এসে পৌঁছলে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানায়। এসময় তার সফরসঙ্গী ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো: বিল্লাল হোসেন ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার।

 

আরও পড়ুন:  ব্রাহ্মণবাড়িয়ায় পরপর ৩টি গুলিতে লুটিয়ে পড়েন বিএনপি নেতা, পাঠানো হলো ঢাকায়

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, সোহাগ খান, সাবেক ছাত্রদল নেতা মোবাশ্বি আহমেদ, মামুন আহমেদ, আসাদুজ্জামান ভূইয়া গালিবসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন