শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাঙ্গামাটিতে মোনঘরের সুর্বণজয়ন্তী অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টে যে পরিবর্তনটি এসেছে, সেই পরিবর্তনটি সবার জন্য এসেছে। অধিকার সবার জন্য, এই অধিকারটি প্রতিষ্ঠা করার জন্যই এই পরিবর্তন।
সুপ্রদীপ চাকমা বলেন, ‘আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যেন দেশ, রাষ্ট্র ও সংবিধানের মানুষ হিসেবে অধিকারের পাশাপাশি দায়িত্বটাও পালন করি।’
আরও পড়ুন: আমেরিকায় ক্ষমতায় কে এলো সেটা বিষয় না, সম্পর্ক রাখাটাই জরুরি: পার্বত্য উপদেষ্টা
মোনঘরের সুবর্ণজয়ন্তী উদযাপনের সমাপনী অধিবেশনের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন: রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
আলোচনা সভা শেষে মোনঘরের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
]]>