প্রথমার্ধেই সাত গোলের ম্যাচে আর্সেনালের দাপুটে জয়

৩ সপ্তাহ আগে
লন্ডন স্টেডিয়ামে দুই নগর প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াইটা হলো একপেশে। ধীরগতিতে শুরু হওয়া ম্যাচে একটা গোল হতেই বদলে গেল চিত্র। গোল হলো মুড়িমুড়কির মতো। প্রথমার্ধেই দুই দলের জালে বল জড়াল সাতবার। দ্বিতীয়ার্ধে আবার ভিন্নচিত্র। গোল হলো না একটিও। তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি। বড় জয় নিয়েই ফিরেছে আর্সেনাল।

শনিবার (৩০ নভেম্বর) লন্ডন পার্কে ওয়েস্ট হ্যামকে ৫-২ গোলে হারিয়েছে আর্সেনাল। এদিন ম্যাচের প্রথমার্ধেই হয়েছে সবগুলো গোল। আর্সেনালের পক্ষে গ্যাব্রিয়েল ম্যাগেলহেস, লিয়ান্দ্রো ত্রোসার্ড, মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ এবং বুকায়ো সাকা গোল করেন। ওয়েস্ট হ্যামের পক্ষে অ্যারন ওয়ান-বিসাকা এবং এমারসন পালমেরি একটি করে গোল গোল করেন।


এই জয়ে ১৩ ম্যাচে২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে ব্রাইটন। ১২ ম্যাচে সমান ২৩ পয়েন্ট নিয়েও গোলগড়ে পিছিয়ে থাকায় চারে নেমে গছে ম্যানচেস্টার সিটি। এদিকে আর্সেনালের কাছে হারা ওয়েস্ট হ্যাম ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে।


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের ২৪ নম্বরে রিয়াল, ফাইনালের নিশ্চয়তা দিলেন আনচেলত্তি


এদিন লন্ডন পার্কে ধীরগতির শুরুর পর আর্সেনালকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল ম্যাগেলহেস। ১০ মিনিটে হেডে গোল করে গানারদের এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। ১৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ত্রোসার্ড। ডান প্রান্ত থেকে বুকায়ো সাকা বক্সের মাথায়  ওডেগার্ডকে পাস দেন। ওডেগার্ড দারুণ এক লব শটে ফিরতি বল সাকাকে বাড়ান। ডিবক্সে দ্রুত ঢুকে পড়া সাকা ফাঁকায় দাঁড়ানো ত্রোসার্ডকে ক্রস দেন। আলতো টোকায় বল জালে জড়ান এই বেলজিয়ান।


৩৪ মিনিটে ফের সাকা ম্যাজিক। দ্রুতগতিতে বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়া এই ইংলিশ উইঙ্গারকে ওয়েস্ট হ্যামের এক খেলোয়াড় ডি-বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক থেকে বল জালে জড়ান অধিনায়ক ওডেগার্ড। গোলরক্ষক সঠিক দিকে লাফিয়েও বলের নাগাল পাননি।


২ মিনিট পর ওয়েস্ট হ্যামের রক্ষণভাগের ভুলে ব্যবধান আরও বাড়ায় গানাররা। বাঁ প্রান্ত থেকে ত্রোসার্ডের লম্বা করে বাড়ানো পাস ক্লিয়ার করতে ব্যর্থ হন কিলম্যান। ফাঁকায় থাকা হাভার্টজ বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে একাকী গোলরক্ষককে পরাস্ত করেন।


আরও পড়ুন: জন্মদিনের পরদিন বার্সেলোনাকে বিষাদ উপহার লাস পালমাসের


এর ২ মিনিট পরেই ব্যবধান কমায় হ্যামাররা। কার্লোস সোলারের ডিফেন্সচেরা পাস থেকে গোল করেন ওয়ান-বিসাকা। ২ মিনিট পর দরুন এক ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন এমারসন।


প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি পায় আর্সেনাল। কর্নার থেকে আসা বলে হেড করতে লাফিয়ে উঠেছিলেন ম্যাগেলহেস। কিন্তু বল দখলে তার সঙ্গে সংঘর্ষ হয় হ্যামারদের গোলরক্ষক ফ্যাবিয়ানোস্কির। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে ওয়েস্ট হ্যামের খেলায় ফেরার সম্ভাবনা শেষ করে দেন সাকা। 

]]>
সম্পূর্ণ পড়ুন