প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত জবি শিক্ষার্থীরা

১ সপ্তাহে আগে
দুই দশকের প্রতীক্ষার অবসান। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জকসুর নির্বাচন চলছে। তীব্র শীতের মধ্যেও মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকেই ক্যাম্পাসে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।

ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়। কুয়াশা উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বেলা গড়িয়ে সূর্যের দেখা মিললে ভোটের লাইন বড় হতে থাকে। বিশেষ করে ছাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ভোটের পরিবেশ নিয়েও সন্তোষ জানান তারা।


ভোটের লাইনে দাঁড়ানো এক ছাত্রী বলেন, ভোট দিতে পারছি ভেবে খুবই ভালো লাগছে। এটা আমাদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত। আগে একবার হতে হতেও হলো না, পিছিয়ে আজকে হচ্ছে। আমরা অবশ্যই আনন্দিত।


সকাল সাড়ে ১১টা নাগাদ কথা হয় কয়েকজন প্রার্থীর সঙ্গে। তারা প্রত্যেকেই নির্বাচন পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান। তাদের ভাষায়, এখন পর্যন্ত পরিবেশ ভালো মনে হচ্ছে। প্রশাসনকে আন্তরিকই মনে হচ্ছে। তবে তারা পুরোপুরি শঙ্কামুক্ত নন বলেও জানান।

 

আরও পড়ুন: জকসু নির্বাচন: ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা


সুষ্ঠু পরিবেশ যেনো ভোটগ্রহণ শেষ এবং গণনা পর্যন্ত বিরাজ করে সেই ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।


নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল, ছাত্রশিবির, বামদল ও জাতীয় ছাত্রশক্তি সমর্থিত চার প্যানেল। ভোটের দিনে বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন তারা। একে অপরের প্রতি বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তারা।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ২১টি পদের জন্য লড়াইয় করছেন ১৫৮ জন। এছাড়া, নারী শিক্ষার্থীদের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের ১৩ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন।নির্বাচনে ভোট দিচ্ছেন প্রায় ১৭ হাজার শিক্ষার্থী।

]]>
সম্পূর্ণ পড়ুন