বুধবার (১ অক্টোবর) ধনীদের বার্ষিক এই তালিকা প্রকাশ করে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এতে ভারতের বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের সম্পদের মূল্যায়ন করা হয়।
শাহরুখের সম্পদ বৃদ্ধির কথা উল্লেখ করে তালিকায় বলা হয়েছে, “৫৯ বছর বয়সী বলিউডের বাদশাহ, শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেছেন। তার সম্পদের মূল্যমান ১২ হাজার ৪৯০ কোটি রুপি।”
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে শাহরুখ খান হয়ে উঠেছেন বলিউডের সবচেয়ে ধনী তারকা।
তালিকা অনুযায়ী, জুহি চাওলা ও তার পরিবার পরবর্তী অবস্থানে আছেন, যাদের মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। পরবর্তী অবস্থানগুলোতে যথাক্রমে আছেন হৃতিক রোশান, করণ জোহর এবং অমিতাভ বচ্চন।
বলিউডের শীর্ষ ৫ ধনী তারকা | ||
নাম | সম্পদ (ভারতীয় রূপিতে) | প্রতিষ্ঠান |
শাহরুখ খান & ফ্যামিলি | ১২,৪৯০ কোটি | রেড চিলিস এন্টারটেইনমেন্ট |
জুহি চাওলা & ফ্যামিলি | ৭,৭৯০ কোটি | কিং রাইডার্স স্পোর্টস |
হৃতিক রোশান | ২,১৬০ কোটি | এইচআরএক্স |
করন জোহর | ১,৮৮০ কোটি | ধর্মা প্রডাকশান |
অমিতাভ বচ্চন & ফ্যামিলি | ১,৬৩০ কোটি | ইনভেস্টমেন্টস |
শাহরুখ খান ২০২৪ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টেও শাহরুখের সম্পদের পরিমাণ ছিলো ৭ হাজার ৩০০ কোটি রুপি। এক বছরে যা বেড়েছে প্রায় ৫ হাজার কোটি রুটি।
আরও পড়ুন: 'কিং'-এর সেট থেকে শাহরুখের ছবি ফাঁস
অভিনেতা হওয়ার পাশাপাশি শাহরুখ খান প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের সহ-মালিক। তিনি আইপিএলে দল কলকাতা নাইট রাইডার্সেরও সহ-মালিক।
শাহরুখ খানের এক্সে (আগের টুইটার) ৪৩.৯ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৪৮.৬ মিলিয়ন ফলোয়ার আছে।
এ বছর শাহরুখ খান ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়েছেন। তিন দশকেরও দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে এটি তার প্রথম জাতীয় পুরস্কার।
২০২৩ সালে মুক্তি পাওয়া জওয়ান ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সর্বাধিক আয় করা সিনেমা, যা শুধু ভারতের অভ্যন্তরীণ বক্স অফিসেই প্রায় ১,০০০ কোটি রুপি আয় করে।