প্রথমবার বিদেশি লিগ খেলতে পাকিস্তান গেলেন রিশাদ

১ সপ্তাহে আগে
পিএসএলে অংশ নিতে পাকিস্তান গেলেন টাইগার লেগস্পিনার রিশাদ হোসেন। প্রথমবার ভীনদেশি কোন ফ্র্যাঞ্চাইজি লিগ, তবে কোন চাপ নয়। খেলাটাই উপভোগ করতে চান রিশাদ। নির্দিষ্ট কোন লক্ষ্য সেট না করলেও, ইতিবাচক ক্রিকেটে দ্বার খুলতে চান অন্যান্য লিগের। রাসেল ডমিঙ্গো লাহোর কালান্দার্সে হেড কোচ হওয়ায় কাজটা আরও সহজ হয়ে যাবে বলেও মনে করেন এই লেগি।

রিশাদের একলা যাত্রা, ভিন্ন চ্যালেঞ্জ। ঢাকার ট্রাফিক ঢেলে যতক্ষণে বিমানবন্দরে, সূর্য পশ্চিমে প্রায় অস্তাগত। বিমান ধরার তাড়া তো ছিলোই, ছিলো সেলফি শিকারিদের আবদার। তবুও সব হাসিমুখে মেনে নেয়া। 

 

টাইগারদের পেস বিপ্লবেও, লেগি বিপ্লব। ব্যতিক্রম রিশাদ একাই টেনে নিচ্ছেন ব্যটন। তাইতো প্রথমবারের মতো ডাক পড়েছে ভীনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে। পিএসএলের পুরো মৌসুমের জন্যই তাকে পাবে লাহোর কালান্দার্স। ২২ গজে যতটা আগ্রাসী, মাইক্রোফোনে রিশাদ যেন তার চাইতেও আনাড়ি। বড় প্রশ্নে ছোট উত্তর, উপভোগ করতে চান টুর্নামেন্ট। 

 

আরও পড়ুন: নতুন ফিল্ডিং কোচ পেলেন শান্তরা

 

‘প্রথমে আলহামদুলিল্লাহ। এনওসি পেয়েছি, যাচ্ছি পাকিস্তানে। আমার কাছে মনে হয় না এর থেকে বড় খুশির কিছু হতে পারত। ভালো করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ, টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।’ 

 

লাহোর কালান্দার্স অবশ্য ভিন্ন এক কারণে স্পেশাল রিশাদের কাছে। দলটির হেড কোচ যে টাইগারদের সাবেক হেড কোচ রাসেল ডমিঙ্গো। এ নিয়ে যতটা আবেগি রিশাদ তার চাইতেও বেশি রোমাঞ্চিত। 

 

রিশাদ বলেন, ‘আপাতত কোনও প্ল্যান করি নাই। আগে যাই, এনজয় করি, দেখা যাক; খেলা শুরু হলে প্ল্যান করবো। সবাই দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার।’ 

 

আরও পড়ুন: ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে মুশফিক-তাসকিনরা

 

তিনি আরও বলেন, ‘ভালো লাগা কাজ করতেছে, আগে একটু কথাবার্তা হয়েছিলো বা কাজ করেছিলাম, তো ভালো লাগবে ইনশাআল্লা।’ 

 

কালান্দার্স স্কোয়াডে তারার ছড়াছড়ি। বিদেশি রিক্রুট হিসেবে আছেন স্যাম বিলিং, কুশল পেরেরা, টম কারান, ড্যারেল মিচেল, সিকান্দার রাজা, ডেভিড ভিসের মতো টি-টোয়েন্টির পরীক্ষিত অলরাউন্ডার। তবে কারো সঙ্গে চ্যালেঞ্জ নয়, রিশাদের চ্যালেঞ্জ নিজের সঙ্গেই। 

 

শুক্রবার শুরু হওয়া পিএসএলে উদ্বোধনী দিনই মাঠে নামবে লাহোর। প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড।

]]>
সম্পূর্ণ পড়ুন