নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নির্মিত ‘গুলমোহর’ সিরিজে অভিনয় করতে ঢাকায় এসেছিলেন তিনি। কলকাতায় ফিরে গিয়ে অভিনেতা জানিয়েছেন, কেমন ছিল তার বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা।
সম্প্রতি অনলাইনে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন শাশ্বত। যেখানে অভিনেতা জানান, প্রথমবার ঢাকার এয়াপোর্টে নেমে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে তার।
শাশ্বত বলেন, ‘এর আগে বাংলাদেশের ওপর দিয়ে বিমানে ফ্লাই করে গেছি, কিন্তু এই দেশে কখনো যাওয়া হয়নি। ছোটবেলায় অ্যান্টেনার সঙ্গে বুস্টার লাগালে কলকাতা থেকে বিটিভি দেখা যেত। সেই সূত্রে বাংলাদেশের টেলি নাটকের সঙ্গে যোগাযোগ ছিল। সুন্দর সুন্দর নাটক হতো, সেগুলো দেখতাম। এবার প্রথমবার যখন নামি ঢাকা এয়ারপোর্টে, অদ্ভুত এক্সপেরিয়েন্স হলো।’
আরও পড়ুন: ফারিণের পোস্টার মিলে গেল কোরিয়ান সিনেমার সঙ্গে
বিমানবন্দরে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা বলেন, ইমিগ্রেশনে গিয়ে দাঁড়িয়েছি, সেখানে যিনি ছিলেন তিনি ‘ক্যামেরার দিকে তাকান’ বলে আমার দিকে তাকিয়ে ফিক্সড হয়ে গেলেন। সঙ্গে একগাল হাসি। বাংলাদেশে ঢোকার একটু আগে, আপনাদের এয়ারপোর্টে আর্মির একটা বেজ আছে, ছোট অফিস গোছের। সেখানে দুজন ইউনিফর্ম পরা ভদ্রলোক এসে বললেন, ‘কোথায় যাচ্ছেন?’ আমি বললাম, শুটিং করতে। বললেন, ‘দেশে তো ঢুকতে দেব না।’ আমি বললাম, মানে? আমি এত দূর থেকে আসছি। বললেন, ‘এখানে তো এক কাপ চা না খেয়ে আপনি দেশে ঢুকতে পারবেন না।’ এভাবে বাংলাদেশে আমার এন্ট্রি হলো। এরপর পুরো সময়টা স্বপ্নের মতো কেটেছে।’
ওয়েব সিরিজ নিয়ে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এটি একটি পরিবারের গল্প। এতে অনেক কিছু আছে, তবে আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটি হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বলল বাংলাদেশে। কাজ করতে রাজি হয়ে গেলাম।’
নির্মাতা শাওকীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘শাওকী তার কাজের ব্যাপারে খুব পরিষ্কার। তিনি জানেন কী করতে চান, কীভাবে করতে চান।’
নতুন ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ পায় বৃহস্পতিবার (৮ মে) চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। ১ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি পরিবারে পিতার মৃত্যুর পর উত্তরাধিকাররা নানা রকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এক পর্যায় ঘটে অপহরণের ঘটনাও।
আরও পড়ুন: দর্শক জনপ্রিয়তায় শীর্ষে অপু-জয়ের যে ভিডিও
মারুফ প্রতীককে সঙ্গে নিয়ে নতুন ওয়েব সিরিজটির গল্প, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী নিজেই। নতুন এ কাজটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘পরিবারের ক্রাইসিস মানে সম্পত্তি ভাগাভাগি, নিজেদের মধ্যে ঝগড়া, অবিশ্বাস।’
সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সারা যাকের, শাশ্বত চট্টোপাধ্যায়, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনোয়ারসহ অনেকে। আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ‘গুলমোহর’।