প্রথমবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে

৩ সপ্তাহ আগে
প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বিশ্রামে ছিলো দুই দল। প্রথম টি-টোয়েন্টির দাপুটে পারফরম্যান্সে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা। তবে আছে বৃষ্টির শঙ্কা। মঙ্গলবার (২২ জুলাই) মিরপুরে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

অধিনায়ক লিটন দাস অনেক প্রথমের সাক্ষী। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আর লঙ্কায় প্রথম সিরিজ জয়ের মাইলফলকটা এসেছে তারই হাত ধরে। তার সামনে আরও একটি প্রথমের হাতছানি। মিশন, পাকিস্তান বধ।


পূর্ণ মেয়াদের অধিনায়কত্ব পেয়ে এটাই প্রথম হোম সিরিজ লিটন কুমার দাসের। হোম ক্রাউড, পরিচিত মাঠ আর সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স। রশদ জোগাবে প্রথম ম্যাচের অভিজ্ঞতাটুকু।


প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশ সফরের শুরুতেই এমন ধাক্কা, গুছিয়ে উঠতেও সময় নিবে। অবশ্য মেন ইন গ্রিনদের হাতে সময় নেই অতো। সিরিজ বাঁচাতে হলে, দ্বিতীয় ম্যাচে জয়ভিন্ন কোনো পথ খোলা নেই।


আরও পড়ুন: নিজেদের কারণেই স্টেডিয়ামে খাবার নেয়ার সুযোগ হারালেন দর্শকরা! 


বাংলাদেশে এসে কেবল একদিনই অনুশীলন করেছে পাকিস্তান দল। দ্বিতীয় ম্যাচের আগের দিনেও হোটেলবন্দী সালমান আঘারা। সিরিজ বাঁচানোর ম্যাচে দলটায় আসতে পারে একটি পরিবর্তন। বাড়তি স্পিনার হিসেবে দেখা যেতে পারে সুফিয়ান মুকিমকে। বাঁহাতি রিস্টস্পিনার পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছি ১০টি।


অন্যদিকে, বিশ্রামে ছিলো বাংলাদেশও। দাপুটে জয়ের পরের দিনটা হোটেলেই কাটিয়েছেন লিটন কুমার দাসরা। স্বাগতিকদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা একেবারেই কম। তিন পেসার আর দুই স্পিনার নিয়েই সিরিজ জয়ের লক্ষ্যে নামবে লাল-সবুজ।


এই ম্যাচেও টস ভাগ্য গড়ে দিতে পারে। টানা ৯ ম্যাচ পর লিটনের ভাগ্য বদলেছে, দ্বিতীয় ম্যাচেও চাইবে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত। তবে এদিন চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সন্ধ্যায় হোম অব ক্রিকেটে সম্ভাবনা আছে বৃষ্টিপাতের।

]]>
সম্পূর্ণ পড়ুন