বর্তমানে বাংলাদেশে ক্রিকেটে আলোচিত নাম সাইফ হাসান। ২২ গজে তার ব্যাটিং নিয়ন্ত্রণ আর নিখুঁত শটে সবার থেকে নিজেকে আলাদা করেছেন এই টপ অর্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলে পারফরম্যান্স দেখিয়ে সবার নজর কেড়েছেন সাইফ।
লাল সবুজ জার্সিতে আলো কেড়ে নেয়া সাইফ হাসান এবার নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন। আবুধাবি টি-টেন লিগ দিয়ে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক করতে যাচ্ছেন তিনি।
যদিও পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না সাইফ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগ পর্যন্ত তাকে এনওসি দিয়েছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের আগে এ টুর্নামেন্ট দিয়ে নিজেকে প্রস্তুত করতে চান সাইফ। একই টুর্নামেন্টে রয়্যাল চ্যাম্পাসের হয়ে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। তার সঙ্গে কথা বলা নিয়েও রোমাঞ্চিত তিনি।
আরও পড়ুন: ইডেন টেস্ট হেরে একাধিক লজ্জার নজির ভারতের
‘আয়ারল্যান্ড সিরিজের আগে নরমালি ফুল টুর্নামেন্ট খেলতে পারবো না, বাট হাফ এনওসি দিয়েছে। সো ভেরি থ্যাংকফুল, ভালো একটা প্র্যাকটিস হবে আমার জন্য আয়ারল্যান্ড সিরিজের আগে। তাসকিন ভাইও গিয়েছে, রিশাদ বিগ ব্যাশ খেলবে। যত খেলতে পারবো তত এক্সপেরিয়েন্স বাড়বে। আর নিজের প্রসেসটা ঠিক রাখার চেষ্টা করবো। কষ্ট করলে অবশ্যই আল্লাহ দিবে।’
সাইফ ছাড়াও আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন নাহিদ রানা। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে থাকার কারণে এনওসি পাননি এই পেসার। এছাড়া দল পেয়েছেন টি-টেন লিগে দল পেয়েছেন তাসকিন আহমেদও।
বিশ্বের ফ্র্যাঞ্জাইজিগুলোর বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ বাড়াকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক মনে করছেন সাইফ। এতে অ্যাওয়ে সিরিজে ক্রিকেটাররা বাড়তি আত্মবিশ্বাস পায় বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: হেরেও গম্ভীরের মুখে কলকাতার উইকেটের প্রশংসা
সাইফ বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসলে অনেক ইমপরট্যান্ট আমাদের খেলার জন্য। আপনারা দেখতে পারেন আফগানিস্তান টিমের সবাই স্ট্যাবলিশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সো আমার মনে হয় এখন বেশ কিছু প্লেয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে। সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইমপরট্যান্ট।’
অনূর্ধ্ব ১৯ দল থেকে জাতীয় দল। লম্বা এ সফরে অনেক কোচের তালিম নিয়েছেন সাইফ। তাদের থেকেই অনেক ভুলত্রুটি শুধরে নিয়েছেন এই ব্যাটার। তবে নিজেকে নিজের কোচের ভূমিকায় রাখাকেই সেরা উপায় মনে করেন সাইফ।
সাইফ আরও বলেন, ‘সবাই হেলপ করেছে, আমার মনে হয় যেখানেই ছিলাম ক্যাম্পে.. বিসিবির ক্যাম্পে যখনই যেখানে ছিলাম.... বাবুল স্যারের সাথে আলাদা ডমেস্টি টিমে, সোহেল স্যারের সাথে ছিলাম। আলাদা মাস্কোতে প্র্যাকটিস করছি সালাহউদ্দিন স্যারের সাথেও অনেক দিন। আমার মনে হয় যেখানে যেখানে গেছি চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করার। আসলে নিজের কোচ নিজে হওয়া খুব ইমপরট্যান্ট।’
২৩ নভেম্বর পর্যন্ত এনওসি পাওয়ায়, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই দেশে ফিরবেন সাইফ হাসান।
]]>
১১ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·