বুধবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের এ সুসংবাদ জানান গায়িকা।
পোস্টে দুইটি ছবি আপলোড করেন রিহানা। একটি ছবিতে তিনি নবজাতককে কোলে নিয়েছেন। আর অন্য ছবিতে দেখা যাচ্ছে, শিশুর জুতার ছবি।
ক্যাপশনে তিনি লেখেন, রকির নাম, জন্মতারিখ (১৩ সেপ্টেম্বর)। সাথে জুড়ে দেন একটি ফিতার ইমোজিও।
বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ৩৭ বছয় বয়সী রিহানা ও তার সঙ্গী র্যাপার এএসএপি রকি তাদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আনেন ২০২০ সালে।
আরও পড়ুন: গান ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন তাহসান
তাদের সংসারে প্রথম সন্তানের জন্ম হয় ২০২২ সালে। ছেলের নাম আরজেডএ। ২০২৩ সালে রায়ট নামে আরও একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে মেট গালা অনুষ্ঠানে এ দম্পতি জানান, তারা নতুন অতিথির অপেক্ষায় আছেন।
আরও পড়ুন: সন্তান আগমনের ঘোষণা দিলেন ভিকি-ক্যাটরিনা
২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর তৃতীয় সন্তানের জন্ম দেন তিনি। দুই ছেলের পর এবার প্রথম কন্যা সন্তানের মা হওয়ায় উচ্ছ্বসিত সংগীতশিল্পী। মেয়ের নাম রাখা হয়েছে ‘রকি আইরিশ মেয়ার্স’।
]]>