প্রথম বাংলাদেশি হিসেবে এসএ টোয়েন্টিতে দল পেলেন তাইজুল

৩ সপ্তাহ আগে
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে দল পেলেন তাইজুল ইসলাম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিলামের এক্সপ্রেস রাউন্ড থেকে টাইগার স্পিনারকে ভিত্তিমূল্য ৫ লাখ র‌্যান্ডে দলে ভিড়িয়েছে ডারবান সুপার জায়ান্টস। ক্যারিয়ারে প্রথমবার কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার।

 

এসএ টোয়েন্টির নিলামে নাম নিবন্ধন করেছিলেন ৭৮২ জন ক্রিকেটার। তবে সেখানে তোলা হয়েছে ৫৪১ ক্রিকেটারকে। এর মধ্যে বাংলাদেশের আছেন ১৪ ক্রিকেটার। তারা হলেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, লিটন দাস ও সাকিব আল হাসান।

 

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ করলো ক্রিকইনফো

 

তাদের মধ্যে থেকে দল পেলেন টাইগার স্পিনার তাইজুল। যদিও নিলামে বাংলাদেশিদের মধ্যে থেকে সবার আগে তোলা হয়েছিল পেসার মোস্তাফিজের নাম। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় তিনি অবিক্রিত থাকেন।

 

এসএ টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ৬ দলের টুর্নামেন্টটিতে ডারবানের হয়ে খেলবেন তাইজুল। যেখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, জস বাটলার ও সুনীল নারিনের মতো ক্রিকেটারদের।

 

আরও পড়ুন: ২১ বছর পর এশিয়া কাপে নেই ভারত-বাংলাদেশেরে দুই কিংবদন্তি

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন