ব্রিটজকের পরের তিনটি স্কোর যথাক্রমে ৮৩, ৫৭ ও ৮৮। ২৬ বছর বয়সি প্রোটিয়া এই উইকেটরক্ষক ব্যাটার আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে। এই ম্যাচেও পঞ্চাশোর্ধ্ব রানের বৈতরণী পার হয়েছেন। তাতে গড়া হয়েছে একটি বিশ্ব রেকর্ড।
ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডের সব কটিতে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা প্রথম ক্রিকেটার ব্রিটজকে। ভারতের নভজিৎ সিং সিধু ও নেদারল্যান্ডসের টম কুপার পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন প্রথম চার ওয়ানডেতে।
আরও পড়ুন: ইংল্যান্ডে হওয়া ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার
বিশ্ব রেকর্ডগড়া ব্রিটজকে শেষ পর্যন্ত আউট হন ৮৫ রান করে। ফলে প্রথম পাঁচ ওয়ানডেতে তার রানসংখ্যা দাঁড়াল ৪৬৩। এটাও একটা রেকর্ড। প্রথম পাঁচ ওয়ানডেতে সর্বোচ্চ রানের হিসাবে তার পরই আছেন কুপার। ডাচ তারকা করেছিলেন ৩৭৪ রান। প্রথম পাঁচ ওয়ানডেতে অ্যালান ল্যাম্ব ৩২৮, সুনিল অ্যাম্ব্রিস ৩১৬, টেম্বা বাভুমা ৩০৯ ও জানেমান মালান ৩০৬ রান করেছিলেন।
ব্রিটজকে তিন ম্যাচের এই সিরিজের প্রথমটিতে খেলেননি। উইয়ান মুল্ডারের পরিবর্তে আজ একাদশে ঢুকেছিলেন তিনি। সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর। সেদিন ব্রিটজেকে খেললে কি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার সংখ্যাটাকে ৬-এ উন্নীত করতে পারবেন?