প্রথম দিন শেষে সাদমানের কণ্ঠে হতাশার সুর

২ সপ্তাহ আগে
ব্যাটারদের ব্যর্থতায় কলম্বো টেস্টের প্রথম দিনটা হতাশা নিয়েই শেষ করলো বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২২০ রান। এ দিন অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে, ৯৩ বলে করেছেন ৪৬ রান।

আগের টেস্টে দারুণ পারফরম্যান্স করেছেন শান্ত-মুশফিকরা। যে কারণে জয় না পেলেও সে ম্যাচ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। তবে পরের ম্যাচেই ব্যাটারদের সেই পুরোনো রোগ। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে ফিরেছেন সাজঘরে। 

 

এখন পর্যন্ত এই ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস সাদমানের। ৯৩ বলে ৪৬ রান করেছেন এই ওপেনার। বাকিদের মধ্যে অনেকে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৭৫ বলে ৩৫ রান। 

 

আরও পড়ুন: ২০০ পেরিয়ে দিন শেষ করল বাংলাদেশ

 

লিটন দাস উইকেটে থিতু হয়েছিলেন ঠিকই, তবে নিজের ইনিংস বড় করতে পারেননি। ৫৬ বলে ৩৪ রান করেই ফেরেন সাজঘরে। টাইগার কোচ ফিল সিমন্স ম্যাচের আগের প্রশংসায় ভাসিয়েছিলেন মেহেদী হাসান মিরাজকে। তবে সেই মিরাজও আজ ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। ৪২ বলে ৩১ রান করে ফিরেছেন এই ব্যাটার। সব মিলিয়ে দিন শেষে কিছুটা ব্যাকফুটেই আছে বাংলাদেশ। 

 

দিনের খেলা শেষে টাইগার ওপেনার সাদমান ইসলাম এসেছিলেন সংবাদ সম্মেলনে। সাদমানের কণ্ঠে ফুটে উঠেছে হতাশা। সংবাদ সম্মেলনে সাদমান বারবার বলেছেন, ‘দিনটা হয়তো আমাদের ছিল না।’ 

 

সাদমান বলেন, ‘উইকেট কিছুটা স্লো। আমরা হয়তো ভালোই যাচ্ছি। ইনশাল্লাহ আশা করছি ভালো বল করলে কামব্যাক করতে পারবো। উইকেট ভালোই ছিলো, মুভমেন্ট তেমন ছিল না। আমরাই উইকেট ছুঁড়ে দিয়ে এসেছি। ইনশাল্লাহ দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারবো আমরা।’ 

 

আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

 

একের পর এক ব্যাটারদের আউট হওয়া এবং শট খেলার প্রবণতা নিয়ে সাদমান জানান, ‘কেউ তো আর ইচ্ছা করে আউট হতে চায় না। হয়তো আমরা ব্যাটাররা সবাই সেট হয়ে আউট হয়েছি, হয়তো এটা আমাদের খারাপ দিন ছিলো। ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ইনিংসে ভালোভাবে কামব্যাক করবো। 

 

সাদমান আরও বলেন, ‘শটস না খেললে তো রান হবে না। গলেও আমরা ভালোই শট খেলেছি, যেগুলা ভালোই বাউন্ডারি আসছে। আজকে হয়তো সবাই..., হয়তো দিনটা আমাদের ছিলো না।’ 

 

দুই ম্যাচ সিরিজের প্রথমটি ড্র করেছে দুই দল। যে কারণে দ্বিতীয় ও শেষ ম্যাচটা এখন সিরিজ নির্ধারণী।

]]>
সম্পূর্ণ পড়ুন