প্রথম ডাবল সেঞ্চুরি মিস করে হতাশ জয়

৪ দিন আগে
জন্মদিনে ডাবল সেঞ্চুরি হাঁকানোর সুযোগ ছিল মাহমুদুল হাসান জয়ের সামনে। কিন্তু ২৫তম জন্মদিনের সকালটা হতাশা উপহার দিয়েছে এই ওপেনারকে আগের দিনের ১৬৯ রানের সঙ্গে আজ মাত্র ২ রান যোগ করেই আউট হয়ে গেছেন জয়। তার ১৭১ রানের ইনিংসটাই অবশ্য বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্মদিনে খেলা সর্বোচ্চ রানের ইনিংস। জয়ের পর শান্তর সেঞ্চুরি, সাদমান, মুমিনুল ও লিটনের ফাস সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ঘরের মাঠে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ স্কোর গড়ে ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে।

সিলেট টেস্টের তৃতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তৃতীয় দিনের সকালে আইরিশরা চোখ রাঙালেও শান্তর সেঞ্চুরি ও লিটনের হাফ সেঞ্চুরি বাংলাদেশকে ৩০১ রানের লিড এনে দিয়েছে। এরপর দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে ৮৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে।


২১৫ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে আয়ারল্যান্ড ব্যাট করতে নামবে মাত্র ৫ উইকেট হাতে নিয়ে। অর্থাৎ এই টেস্টে ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখতেই পারে টাইগাররা।


তৃতীয় দিনের শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন জয়। শুরুতেই ডাবল সেঞ্চুরি মিস করায় হতাশা ঝরল তার কণ্ঠে, 'হতাশ। প্রথম ডাবল সেঞ্চুরি মিস করেছি। সুযোগ ছিলো হয়নি।'


আরও পড়ুন: ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন নিয়ে দিন শেষ করল বাংলাদেশ


টানা ব্যর্থতায় শ্রীলঙ্কা সিরিজের পর টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন জয়। আয়ারল্যান্ডের সঙ্গে প্রত্যাবর্তন রাঙালেন ক্যারিয়ারসেরা ইনিংসে। রান পাওয়ায় ভালো অনুভব করছেন জয়, 'জাতীয় দলের হয়ে অনেকদিন পর রান করেছি। ভালো লাগছে। ক্যারিয়ারের অনেকটা সময় রান পাইনি। ওইটা নিয়ে এখন আর ভাবি না। যা গেছে সেটা গেছে।'


তবে, যেভাবে আউট হয়েছেন তাতে হতাশা আছে। তার ভাষায়, 'ন্যাচারাল শট খেলতে চেয়েছিলাম। বলটা একটু ডাউন হয়ে গিয়েছিলো। আরেকটু ভালোভাবে ব্লক করতে পারলে আউট হতাম না।


দল থেকে বাদ পড়ার পর কীভাবে নিজেকে বদলেছেন জানিয়েছেন জয়। তিনি বলেন, 'টেকনিক্যালি কিছু চেঞ্জ এনেছি ব্যাটিংয়ে। স্টাইলে পরিবর্তন করেছি। এনসিএল টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করায় সেটা উপকার করেছে। এখন ক্যারি করতে পারছি, ভালো লাগছে।'


আরও পড়ুন:  ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ক্যাম্পবেল


আয়ারল্যান্ড সিরিজের জন্য টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে, জয় তার এই ইনিংসের পেছনে দেখছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পের কৃতিত্ব, 'টাইগার্স ক্যাম্পে থাকাটা আমাকে অনেক উপকার করেছে। আশরাফুল ভাই মাত্রই এসেছেন, তার সঙ্গে আলাদা কোন কাজ হয়নি। তিনি বলেছেন, যেন স্বাভাবিক খেলাটা খেলি।'


সিলেট টেস্টে বাংলাদেশের জয় এখন সময়ের ব্যাপার। চতুর্থ দিনের সকালেই বাদবাকি কাজটা সেরে ফেলার লক্ষ্যের কথাও জানালেন এই ওপেনার, 'আজকে খুব ভালোভাবে খেলাটা শেষ হইছে। কালকে একদম সকাল সকাল ম্যাচ শেষ করে ফেলার আশা।'
 

]]>
সম্পূর্ণ পড়ুন