প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১১৯ কোটি, সূচক বাড়ল ৩১ পয়েন্ট

৪ দিন আগে
সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১১৯ কোটি টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৫৯ পয়েন্ট।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ

 

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩১ দশমিক ২৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২৩০ দশমিক ১২ পয়েন্টে ও ১ হাজার ১৭১ দশমিক ৪৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৯ দশমিক ৪৩ পয়েন্টে। 

 

আরও পড়ুন: বিনিয়োগ বাড়ছে ব্যাংকে, আধিপত্য জেড ক্যাটাগরির কোম্পানির

 

এ সময় ডিএসইতে ৩৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮২টির কোম্পানির শেয়ারের, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি।

 

এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

 

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ৮৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩৯ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৪০৬ দশমিক ১৯ পয়েন্টে ও ৮ হাজার ৭৬৯ দশমিক ৫৮ পয়েন্টে।

 

আরও পড়ুন: লেনদেন ও সূচকের উত্থানে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব

 

এছাড়া সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৮৫ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৮ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১০৪ দশমিক ৩৩ পয়েন্টে ও ১১ হাজার ৯৩২ দশমিক ৬৭ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ২ দশমিক ২৪ পয়েন্ট। সূচক অবস্থান করছে ৯৩২ দশমিক ৩৪ পয়েন্টে।

 

এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ১৭ লাখ ৩৮ হাজার টাকার।

 

লেনদেন হওয়া ৬৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬টির।

]]>
সম্পূর্ণ পড়ুন