বুধবার (১৮ ডিসেম্বর) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩৭ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২৪০ দশমিক ২৭ পয়েন্টে ও ১ হাজার ১৭২ দশমিক ৮০ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৬ দশমিক ৮৫ পয়েন্টে।
আরও পড়ুন: সূচকের টানা পতনে বেহাল ঢাকার পুঁজিবাজার
এ সময় ডিএসইতে ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৭টির কোম্পানির শেয়ারের, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩৭ দশমিক ৪০ পয়েন্ট ও সিএসআই সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫৪৫ দশমিক ২৯ পয়েন্টে ও ৯৩৭ দশমিক ৮৫ পয়েন্টে।
আরও পড়ুন: বেক্সিমকোর তিন কোম্পানিতে বিশেষ নীরিক্ষা চালাবে বিএসইসি
এছাড়া সিএসসিএক্স সূচক ২৭ দশমিক ৬৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ২১ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৮৬১ দশমিক ২২ পয়েন্টে ও ১২ হাজার ৩১ দশমিক ৯৭ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক বেড়েছে ৩ দশমিক ৯১ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ১১০ দশমিক ৭৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ১৪ লাখ ৩১ হাজার টাকার।
লেনদেন হওয়া ৬১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৯টি কোম্পানি শেয়ারের, কমেছে ১৮টির ও অপরিবর্তিত রয়েছে ১১টির।
]]>