প্রথম ইনিংসে দু’শো করতে না পারা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ

৫ দিন আগে
কেপটাউন টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৬১৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারেনি পাকিস্তান; অলআউট হয়েছে ১৯৪ রানেই। আর তাতেই ফলোঅনে পড়ে সফরকারী পাকিস্তান। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই বদলে গেলো তারা। ওপেনিং জুটিতে শান-বাবর করলেন ২০৫। এক উইকেট হারিয়ে ২০৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করলো পাকিস্তান।

শেষ বিকেলে ৮১ রানে থামে বাবর আজমের ইনিংস। আউট না হলে কাল নতুন দিন শুরু করতে পারতেন সেঞ্চুরি করা শান মাসুদ ও বাবর। পাকিস্তান এখনো পিছিয়ে ২০৮ রানে। শান মাসুদের সঙ্গে কাল (৬ জানুয়ারি) দিন শুরু করবেন নাইট ওয়াচম্যান হিসেবে উইকেটে আসা পেসার খুররম শেহজাদ। 

 

কেপটাউন টেস্টে গুরুত্বপূর্ণ সময়েই জ্বলে উঠেলেন শান মাসুদ ও বাবর। মাসুদ সর্বশেষ ৯ ইনিংসে প্রথমবার আজ ৩০ রানের বেশি করতে পেরেছেন। ইনিংসে থিতু হয়ে পরে করেছেন সেঞ্চুরিও। যা তার ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি। বাবর ৮১ রানের ইনিংসের আগে খেলা দুই ইনিংসেও ফিফটি করেছিলেন। তবে ফর্মে যে তিনি ফিরছেন সেটাই দেখা গেল ৮১ রানের এই ইনিংসে। 

 

আরও পড়ুন: এবার মুখ খুললেন বিসিবি সভাপতি

 

ওপেনিংয়ে বাবর-শান মাসুদের ২০৫ রানের জুটিতে হয়েছে অসংখ্য রেকর্ডও। ফলো অন করতে নেমে যেকোনো উইকেটে পাকিস্তানের হয়ে এটি সর্বোচ্চ রানের জুটি। ফলোঅনে পড়ে ওপেনিং জুটিতে এত রান এর আগে আসেনি। আর তাতে বিরল এক কীর্তি গড়েছেন শান মাসুদও। 

 

পাকিস্তানের দ্বিতীয় অধিনায়ক হিসেবে ফলো অনে পড়ার ৫০ বা এর চেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন শান মাসুদ। এর আগে ১৯৯৪ সালে রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩৭ রানের ইনিংস খেলেছিলেন সেলিম মালিক। 

 

আরও পড়ুন: পুরস্কার বিতরণীতে বোর্ডার থাকলেও অবহেলিত গাভাস্কার, ভুল স্বীকার অস্ট্রেলিয়ার

 

নতুন এক কীর্তি গড়েছেন বাবরও। পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনে দুইবার হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন বাবর। এর আগে এমন কীর্তি ছিল হাসান রাজার দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০২ সালে এমন কীর্তি গড়েছিলেন তিনি। 

 

প্রথম ইনিংসে বাবরের ফিফটিতেই পাকিস্তান ১৯৪ রান করতে পেরেছিল। ৩ উইকেটে ৬৪ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানের সংগ্রহটা আরও বড় হতে পারতো। তবে শেষে ৭৪ রান তুলতে গিয়েই ৬ উইকেট হারায় তারা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।

]]>
সম্পূর্ণ পড়ুন