মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে জানান ডিএমপির মুখপাত্র।
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১৯ জনকে সোমবার গ্রেফতার করার কথা পুলিশ জানায়। আজ আরও ৯ জনকে গ্রেফতারের কথা জানানো হয়।
আরও পড়ুন: কাঠালিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হামলা চালায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে একদল লোক। ওই রাতে ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উদীচী কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
আরও পড়ুন: মৌলভীবাজারে আ.লীগ-যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
এ ঘটনায় রোববার (২১ ডিসেম্বর) রাতে তেজগাঁও থানায় মামলা করে প্রথম আলো। এতে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

৩ সপ্তাহ আগে
১০








Bengali (BD) ·
English (US) ·