জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন রশিদ খান। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার আগেই ৬ উইকেট শিকার করে ফেলেছেন রশিদ। তাতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। সোমবার (৬ ডিসেম্বর) পঞ্চম দিনে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ২ উইকেট। অন্যদিকে জিম্বাবুয়েকে জিততে হলে করতে হবে আরও ৭৩ রান।
তবে রশিদ খান যেভাবে জ্বলে উঠেছেন তাতে কোনো মিরাকল না ঘটলে বড় জয়ই পেতে চলেছে আফগানিস্তান। দুই ইনিংস মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ১০ উইকেট শিকার করে রেকর্ড গড়েছেন এই আফগান স্পিন জাদুকর।
২০১৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক রশিদের। এরপর গত ৬ বছরে মোটে ৬টি টেস্ট খেলেছেন তিনি। আর তাতেই তিনবার ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন তিনি। এতো কম টেস্টে তিনবার ১০ উইকেট শিকারের কীর্তি নেই আর কারোরই।
আরও পড়ুন: প্রথম ইনিংসে দু’শো করতে না পারা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ
৬ টেস্টের ১১ ইনিংসে মোট ৪৪ উইকেট শিকার করেছেন রশিদ। তাতে টেস্ট বোলারদের ছোট্ট তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে মাত্র ১০জন বোলারই ৪০ বা তার চেয়ে বেশি উইকেট শিকার করতে পেরেছেন। তবে রশিদের সুযোগ আছে এদের মধ্যে দ্বিতীয় স্থানে ওঠার। তার জন্য জিম্বাবুয়ের বাকি দুই উইকেটও তার ঝুলিতে তুলতে হবে। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ উইকেট শিকার করেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভারনান ফিলান্ডার।
তবে টেস্টে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড হাতছাড়া হয়ে গেছে রশিদের। এই রেকর্ড অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার চার্লি টার্নারের। আজ থেকে ১৩৮ বছর আগে সেই রেকর্ড গড়েছিলেন তিনি। মাত্র ৬ টেস্টেই উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন টার্নার।
৭ টেস্টে ৫০ উইকেট শিকার করতে পারলে দ্বিতীয় স্থানটা আরও তিনজনের সঙ্গে ভাগাভাগি করতে হবে রশিদকে। তারা হলেন ইংল্যান্ডের টম রিচার্ডসন, দক্ষিণ আফ্রিকার ভারনান ফিলান্ডার এবং শ্রীলঙ্কার প্রবাথ জয়াসুরিয়া। এদের মধ্যে জয়াসুরিয়া এখনও খেলছেন।